ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে মানুষের নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে ১২০০ পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান। এদের মধ্যে আট শতাধিক পোশাকধারী ও বাকিরা সাদা পোশাকে নিয়োজিত থাকবেন।
শনিবার (৩০ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি, বানিয়াজুরী, বরংগাইল, টেপরা, পাটুরিয়া, আরিচা ফেরিঘাটসহ নয় স্থানে পরিবহন মালিক-শ্রমিক ও চালকদের সঙ্গে পৃথক পথসভা করে পুলিশ।
পরে শিবালয় থানা কম্পাউন্ডে সড়কে শৃঙ্খলা ও যানজটমুক্ত যাতায়াত নির্বিঘ্নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় বলেন, ‘ঈদে মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত বাস ভাড়া রোধ, যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারে পুলিশ কাজ করবে।’ সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, মাহাবুব ইমতিয়াজ, নূরজাহান লাবনী, শিবালয় থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।