আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এমন অবস্থা থাকতে পারে আরও দু-দিন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে চলতি মাসের শেষ অবধি হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি মাসে শঙ্কা না থাকলেও এপ্রিলের শুরুতে তাপপ্রবাহ হতে পারে।
তিনি বলেন, চলতি মাসের শেষ অবধি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে থাকবে। সঙ্গে কোথাও কোথাও হতে পারে কালবৈশাখি। এতে করে গরম অনুভূত হবে না।
উল্লেখ্য, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গত শনিবার রাতে শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। রাজধানীতে এর গতি ঘণ্টায় ৯২ কিলোমিটার ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবার রোববার বিকেলে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।