জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটি এই আয়োজন করে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমেন মণ্ডলের পরিচালনায় এ বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি জে. এল ভৌমিক, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, পরিষদের নব নির্বাচিত সভাপতি সাংবাদিক বাসুদেব ধর, ঢাকেশ্বরী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডি. এন. চ্যাটার্জী।
বঙ্গবন্ধুর নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতার আদর্শকে লালন না করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এজন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান তারা।
প্রার্থনা সভা পরিচালনা করেন ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত প্রণেন্দ্র ভট্টাচার্য তপন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, পংকজ দেবনাথ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বলরাম পোদ্দার, জয়ন্ত সেন দিপু, তাপস কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সাধারণ সম্পাদক, কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা, গোপাল দেবনাথ, ড. তাপস চন্দ্র পাল, বিপ্লব দে, গোপাল সরকার, ব্রজ গোপাল দেবনাথ, ধ্রুব কুমার লস্কর, পদ্মাবতী দেবী, দিপালী চক্রবর্তী প্রমুখ।