অগ্রসর রিপোর্ট: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দলকে দেশের পরমাণু কর্মসূচিসহ যুদ্ধের প্রস্তুতি ‘ত্বরান্বিত’ করার আহ্বান জানিয়েছেন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ‘উস্কানি দিলে’ পিয়ংইয়ং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে কিম সতর্ক করার মাত্র এক সপ্তাহ পর তিনি এমন মন্তব্য করলেন। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার দেশটির সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, বুধবার দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির চলমান বৈঠকে বক্তৃতায় দেশের পারমাণবিক অস্ত্র এবং বেসামরিক প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে কিম তার দলকে যুদ্ধের প্রস্তুতি আরো জোরদার করতে বলেছেন।
এদিন বক্তব্যে দেশের সামরিক বাহিনীর সদস্যদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে ,পাশাপাশি গোলাবারুদ এবং পরমাণু অস্ত্রের উৎপাদন বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন কিম জং উন।
তিনি আরও জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের ‘নজিরবিহীন’ উত্তর কোরিয়া বিরোধী পদক্ষেপের কারণে কোরীয় উপদ্বীপে সামরিক পরিস্থিতি চরম হয়ে উঠছে।
এ সপ্তাহের শুরুতে কিম ২০২৩ সালকে ‘বড় ধরনের ঘুরে দাঁড়ানোর এবং বড় পরিবর্তনের বছর’ হিসেবে আখ্যায়িত করেন। সেই সঙ্গে আসন্ন ২০২৪ সালে কিছু অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের ওপরও জোর দিয়েছেন তিনি। এক্ষেত্রে দেশের কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন কিম জং উন। কৃষি উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ নিতেও বলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।