অগ্রসর রিপোর্ট: ভারত মহাসাগরে লাইবেরিয়ান পতাকাবাহী একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার মার্কিন অভিযোগ অস্বীকার করেছে ইরান।
শনিবার ভারতের গুজরাটের ভিরাবল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০০ নটিক্যাল মাইল দূরের গভীর সমুদ্রে জাহাজটিতে ড্রোন হামলা চলানো হয়।ড্রোন হামলায় পর লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজে যেসব ক্রু ছিল তারা কেউ হতাহত হননি। তবে ইয়েমেন থেকে সরাসরি ওই জায়গায় হুথিদের হামলা চালানোর সম্ভাবনা নেই। তাই এই হামলাটি সরাসরি ইরান থেকে করা হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি একটি ব্রিফিংয়ে বলেছেন, ‘এই পুনরাবৃত্তিমূলক অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে।
তিনি আরও বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের বিচারে মুখোমুখি হওয়া উচিত।
এদিকে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া রোববার জানিয়েছে, ইসরায়েল-হামাসের যুদ্ধের পরিপ্রেক্ষিতে জাহাজ চলাচলের রুটগুলোতে ক্রমবর্ধমান আক্রমণের মধ্যেই ১ হাজার কিমি পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও রিকনেসেন্স হেলিকপ্টার যুক্ত হয়েছে ইরানের নৌবাহিনীতে।