|| আবুল হাসান ||
জাগো হে! জাগো ফিলিস্তিন, জাগো বিশ্ব মুসলমান
দাঁড়াও হিকমত আর হিম্মত বাহুবলে,
আল্লাহ আকবর ধ্বনীতে সামনে হও আগুয়ান
এ যেন এক ওহদ আর খন্দকের ময়দান।
হাজার বছরের ইতিহাসে গড়া যে ফিলিস্তিন
বিশ্ব মোড়লের ষড়যন্ত্রের খেলায়
হঠাৎ জায়েনবাদীরা ভূসত্ত্বে আসীন
আজি নিজ বাসে তারা প্রকোষ্ঠ পরাধীন।
কত শিশু বাবা হারা, স্বামী হারা কত নারী
তাদের কান্নায় বিস্তৃত গগণ হয়েছে ভারী,
অথচ বিশ্ব বিবেকের মড়ক লেগেছে
উদ্ধাস্ত্ত আজি মানুষের সারি সারি।
যে পবিত্র ভূমিতে ঘুমিয়ে রয়েছে,
কত নবী রাসুল পয়গম্বর,
যেখানে রয়েছে আকসার গর্বের ইতিহাস
তারে লভিতে ছলনা কত,কত নির্মম পরিহাস।
আজি নাহি ভেদাভেদ
কে শিয়া, কে সুন্নীর দল।
হায়দারী হাঁক হাঁকাও তবে
ভেঙ্গে ফেল সব জঞ্জাল।
আরে জাগো, জাগো মুসলমান,
তুমি তো মহাবীর আলী আর খালিদের সন্তান।
তোমাতে জাগাতে আজি হামাস, হিজবুল্লার উত্থান
তবে নিশ্চিত একদিন পতন হবে
সেই জায়েনবাদী শাসনের অবসান।