অগ্রসর রিপোর্ট :ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ করছেন প্রতিবেশি জর্ডানের হাজার হাজার নাগরিক।
শুক্রবার ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা ও সমর্থন জানাতে তাদেরকে ইসরায়েল সীমান্তের দিকে মিছিলসহ যেতে দেখা গেছে।স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে বুধবার রাজধানী আম্মানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের পর জর্ডানের বাদশাহ আবদুল্লাহ বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ওই এলাকায় শান্তি সম্ভব নয়।
এদিকে, বর্তমানে আম্মানে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার আজ শুক্রবার জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করার কথা। সূত্র: আল জাজিরা