অগ্রসর রিপোর্ট: ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। শনিবার তিনি তেহরানে অবতরণ করেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।
গত সাত বছরের মধ্যে এবারই প্রথম সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রী ইরান সফরে গেলেন।
এই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ানের সাথে দেখা করবেন প্রিন্স ফয়সাল।
সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রিন্স ফয়সাল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথেও দেখা করবেন।
২০১৬ সালে ইরানের নিজেদের দূতাবাস বন্ধ করে দেয় সৌদি আরব। এরপর থেকে দেশটির সাথে শুরু হয় কূটনৈতিক বৈরিতা। তবে চলতি বছরের মার্চ মাসে আবারো সম্পর্ক স্থাপনে রাজি হয় দুই দেশ। উভয় দেশই চালু করে তাদের কূটনৈতিক মিশন।