অগ্রসর রিপোর্ট: যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, আগ্নেয়গিরির বড় প্রতিবেশী মাওনা লোয়ায় অগ্ন্যুৎপাতের এক মাসের কম সময়ে এই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হলো।
হাওয়াইয়া আগ্নেয়গিরি মানমন্দির বলেছে, ওয়েবক্যামের ছবিতে তারা লাভা দেখতে পেয়েছেন। বৃহস্পতিবার এটি থেকে উদ্গীরণ শুরু হয়।
গত বছরের নভেম্বরে প্রায় ৪০ বছর পর জেগে উঠেছিল বিশ্বের বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি মাউনা লোয়া।
মাউনা লোয়া আগ্নেয়গিরি হাওয়াই দ্বীপের প্রায় অর্ধেকটা জুড়ে রয়েছে। ১৮৪৩ সাল থেকে এই আগ্নেয়গিরি এখনও পর্যন্ত মোট ৩৩ বার জেগে উঠেছে। আমেরিকার ভূতাত্ত্বিক বিভাগের তথ্য অনুযায়ী, ১৮৪৩-এর আগে মাউনা লোয়ার অগ্ন্যুৎপাতের কোনও নথি সরকারের কাছে ছিল না।