অগ্রসর রিপোর্ট: প্রতিবেশী দেশের তুলনায় ঢাকায় মেট্রোরেলের ভাড়া বেশি বলে যে সমালোচনা উঠেছে আবারও তার জবাব দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, যেখানে বর্তমানে রিকশায় উঠলেই কমপক্ষে ২০ টাকা দিতে হয়, সেখানে মেট্রোরেলের ভাড়া তো বেশি নয়। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলেও বেশি বলা যাবে না।
মন্ত্রী ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মেট্রোর সঙ্গে ঢাকার মেট্রোরেলের তুলনা টেনে বলেন, ‘ঢাকায় মেট্রোরেল নতুন এসেছে। মানুষকে অভ্যস্ত করতে হবে। এগুলো বাঁকা চোখে দেখার সুযোগ নেই। সেখানে সব অভিজ্ঞ ব্যক্তিরা বসে আছেন। কলকাতার মেট্রো এটা না, এটা অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন।’
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন তিনি। ‘বাংলাদেশের মেট্রোরেল টেকনোলজির দিক থেকে অনেক উন্নত’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন, আমিও কথা বলেছি। তাদের জানিয়েছি, আমাদের মেট্রোরেলে কোনো নয়েজ হবে না। উন্নত প্রযুক্তির কারণে শব্দও হবে না। তাই শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।’
তিনি বলেন, ‘মেট্রোরেলের কারণে সময়ও অনেক বাঁচবে। মতিঝিল থেকে ৩৮ মিনিটে উত্তরা যেতে পারবে। ঢাকার যে অবস্থা সেখানে মাত্র ৩৮ মিনিটে এতোটা পথ চলে যাবে।’
আগামী বছর এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে বলেও জানান মন্ত্রী।
শুরুতে সীমিত পরিসরে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে সাধারণ যাত্রী পরিবহন শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বর নাগাদ মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াত করা যাবে।
সরকার মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করেছে ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। প্রথম পর্যায়ে মেট্রোরেল যে অংশে চলাচল শুরু করবে, সেই উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রীপ্রতি ভাড়া হবে ৬০ টাকা।