স্টাফ রিপোর্টার: ‘যারা বিকল্প পথ ব্যবহার করে ফেসবুক ব্যবহার করছেন তাদের সে সুযোগ আর বেশিদিন থাকছে না। এ প্রক্রিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের আইডি হ্যাক হতে পারে’— এমন সতর্কতা উচ্চারণ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
‘বিকল্প পথে ফেসবুক ব্যবহার মানে আইন লঙ্ঘন করা। এর পরও যারা ব্যবহার করছেন তারা সেটি বেশিদিন ব্যবহার করতে পারবেন না। কারণ (ফেসবুক ব্যবহারকারীরা) যে ব্যান্ডউইথ ব্যবহার করছেন সেটির ক্যাপাসিটি (সক্ষমতা) কম। বিষয়টি আমাদের জানা আছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক তাৎক্ষণিক সংবাদ ব্রিফিংয়ে এ সব তথ্য জানান প্রতিমন্ত্রী।
একই সঙ্গে যে কোনো ইন্টারনেট এ্যাপ শতভাগ বন্ধ করাও সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে ইন্টারনেট বন্ধ না করে কোনো ইন্টারনেট সেবা শতভাগ বন্ধ রাখা যায় না। তবে এর মাধ্যমে কাজের ফল পাওয়া সম্ভব। স্বাভাবিক অবস্থায় সন্ত্রাসীরা যেভাবে কার্যক্রম চালায়, অস্বাভাবিক অবস্থায় সেটা সম্ভব নয়।’
উদাহরণ দিয়ে তারানা হালিম বলেন, ‘যে রাস্তায় ৫০ হাজার গাড়ি চলে সেখানে কিছু খুঁজে বের করা কঠিন। একই রাস্তায় যদি ৫০টি গাড়ি চলে তাহলে সেখানে তো টার্গেট নিয়ে কাজ করা সম্ভব।’
‘সরকারের দায়িত্ব জনগণ ও রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা। যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ফেসবুক বিষয়ে ইতিবাচক ইঙ্গিত আসবে, তখনই ফেসবুক খুলে দেওয়া হবে’— যোগ করেন তারানা হালিম।