স্টাফ রিপোর্টার : জেলার লোহাগড়া উপজেলা বিএনপি নেতা রইজ উদ্দিন ওরফে বেবী গাজীকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার ধলইতলা গ্রামে শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেবী গাজী বিকেলে এক আত্মীয়কে লোহাগড়া উপজেলায় পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। উপজেলার ধলইতলা গ্রামে বাড়ির কাছাকাছি পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেবী গাজী নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য, কোটাকোল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য ছিলেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি ।