অগ্রসর রিপোর্ট : ভারতের ঝাড়খণ্ডের রাজ্যে প্রায় ৫০জন যাত্রী নিয়ে একটি বাস সেতু থেকে পড়ে গেলে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে রাঁচির রাতু এলাকার একটি গুরুদ্বারে যাওয়ার পথে সেতুর রেলিং ভেঙে পড়ে যায় বাসটি।
পুলিশ সুপার মনোজ রতন চোথে জানিয়েছেন, গিরিডিহ জেলা থেকে রাঁচিগামী বাসটি সেতুর রেলিং ভেঙে তাতিঝারিয়া থানা এলাকার সিওয়ান্নে নদীর শুকনো জায়গায় পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং পরে আহত আরও পাঁচজন মারা যান। এখনও কয়েকজনের শারীরিক অবস্থা বেশ গুরুতর, যার ফলে মৃত্যুর সংখ্যা বাড়তেও পারে।
জানা গেছে, দুর্ঘটনাটির সময়ে বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়ে। পরবর্তীতে তাদের উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্র: এনডিটিভি