স্টাফ রিপোর্টার: বাংলাদেশে কর্মরত স্বেচ্ছাসেবীদের দেশে ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের চলমান পরিস্থিতি তথা সন্ত্রাসী হামলার ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার অস্ট্রেলিয়ান পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বৃহস্পতিবার বগুড়ায় শিয়া মসজিদে হামলার কথা উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটবে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে বলে অস্ট্রেলিয়ান পররাষ্ট্র দফতর জানায়।
এ অবস্থায় অস্ট্রেলিয়ান নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে উচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জঙ্গিরা বাংলাদেশে অস্ট্রেলিয়া ও পশ্চিমা স্বার্থে হামলা করার পরিকল্পনা করছে বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।’
এ ছাড়া অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত সার্ভিসে দেশটির যে সব স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরও আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। কারণ হিসেবে বলা হয়েছে, বাংলাদেশে কাজ করা তাদের জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে।