অগ্রসর রিপোর্ট : চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কি শান ব্রিটিশ সরকারের আমন্ত্রণে রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শুক্রবার বিবিসি জানিয়েছে, সোমবার রানির অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য লন্ডন সফররত চীনা প্রতিনিধিদলকে সংসদের অভ্যন্তরে রাষ্ট্রীয় নজরদারিতে থাকা কফিন দেখতে দেওয়া হবে না।
জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সমালোচনা করার জন্য বেইজিং বেশ কয়েকজন ব্রিটিশ আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে কিছু সংসদ সদস্য চীনের প্রতিনিধিদের রানির শেষকৃত্যে আমন্ত্রণ জানানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেছেন, তিনি এখনও প্রতিবেদনটি দেখেননি তবে ‘রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া যুক্তরাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা’।
মাও বলেছিলেন আরও বলেছিলেন, ‘যুক্তরাজ্যের আমন্ত্রণে বিদেশি প্রতিনিধি দলগুলো এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা মানে রানির প্রতি শ্রদ্ধা এবং যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের গুরুত্বের লক্ষণ।’
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র অনুসারে বৃহস্পতিবার রয়টার্স বলেছিল, ওয়াং সম্ভবত ব্রিটেনের দীর্ঘতম রাজত্বকারী রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।