অগ্রসর রিপোর্ট : প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউগিনির পূর্বাঞ্চলে রিখটার স্কেলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রবিবার পাপুয়া নিউগিনিতে এ ভূমিকম্প আঘাত হানে।
বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের কারণে বহু সড়ক এবং বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
বর্তমানে ওই এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করেছিল। কিন্তু পরবর্তীতে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়। তবে, উপকূলীয় এলাকায় সমুদ্রের পানির উচ্চতা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।