অগ্রসর রিপোর্ট: ইমরান খান তার সরকার পতনে যে মার্কিন ষড়যন্ত্রের অভিযোগ করেছেন, সম্পূর্ণরূপেই তার কোনও ভিত্তি নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
ইমরান খান অভিযোগ করেছিলেন, পাকিস্তানের স্বাধীন পররাষ্ট্র নীতির কারণেই তার ওপর ‘বিদেশি শক্তি’রা ক্ষেপে গেছে। আর সেখান থেকেই তারা বিরোধীদের অনাস্থা ভোটে অর্থ দিয়ে মদদ দিয়েছে।
গত শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণেও ইমরান বলেছিলেন, এক জ্যেষ্ঠ মার্কিন কূটনৈতিক পাকিস্তানের ক্ষমতা বদলের হুমকি দিয়েছেন। আরেক বিবৃতিতে হুমকিদাতা হিসেবে ডোনাল্ড লু’র নাম উল্লেখ করেছিলেন ইমরান। যিনি মার্কিন ব্যুরো অব সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি।
তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি মুখপাত্র জ্যালিনা পর্টার বলেছেন, ‘আমি পরিষ্কারভাবেই বলতে চাই এই অভিযোগের কোনও ভিত্তি নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানের অবস্থার দিকে সবসময় নজর রাখছি। আমরা অবশ্যই পাকিস্তানের সংবিধান ও আইনের শাসনের ওপর শ্রদ্ধাশীল।’