অগ্রসর রিপোর্ট: ইউক্রেনে সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থ লেনদেনের মাধ্যম মাস্টারকার্ড ও ভিসা কার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে।
এক বিবৃতিতে মাস্টারকার্ড কর্তৃপক্ষ বলেছে, ‘চলমান সংঘাতের নজিরবিহীন প্রকৃতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে আমরা রাশিয়ায় আমাদের নেটওয়ার্ক সেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’
আলাদা বিবৃতিতে ভিসা কর্তৃপক্ষ বলেছে, আগামী দিনগুলোতে রাশিয়ায় সব ভিসা লেনদেন বন্ধ করতে দেশটিতে নিয়োজিত সহকর্মী ও সহযোগীদের সঙ্গে কাজ করবে তারা। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে তারা।
ভিসা ও মাস্টারকার্ড কর্তৃপক্ষ ইতিমধ্যে ঘোষণা করেছে, রাশিয়ার ওপর আরোপিত মার্কিন ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে সংগতি রেখে ব্যবস্থা নেবে তারা।
মাস্টারকার্ড বলেছে, ‘আমাদের সহকর্মী, আমাদের গ্রাহক ও সহযোগীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা আমরা অনেকে চিন্তাও করতে পারব না।’ রুশ ব্যাংক থেকে ইস্যু করা মাস্টারকার্ড এখন আর তাদের নেটওয়ার্কের আওতায় থাকবে না বলেও জানিয়েছে কোম্পানিটি।
একইভাবে ভিসা কর্তৃপক্ষও বলেছে, রাশিয়ায় ইস্যু করা কার্ডগুলো দেশটির বাইরে আর কাজ করবে না। তবে দুই কোম্পানিই বলেছে, বিদেশে ইস্যু হওয়া কার্ডগুলো এখন আর রাশিয়ায় কাজ করবে না।
রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সেবারব্যাংক ও দেশটির কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ দাবি করেছে, ভিসা ও মাস্টারকার্ড স্থগিত হলেও গ্রাহকদের ওপর তা প্রভাব ফেলতে পারবে না।
এদিকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ‘রুশ ব্যাংকগুলো যেসব ভিসা ও মাস্টারকার্ড ইস্যু করেছে, সেগুলোর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তা দিয়ে রাশিয়ার ভূখণ্ডে স্বাভাবিক কার্যক্রম চালানো যাবে।’