অগ্রসর রিপোর্ট: ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চলমান থাকলে বিশ্ব অর্থনীতিতে চরম প্রভাব পড়তে পারে বলে হুঁশিয়ার করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘পরিস্থিতি খুবই পরিবর্তনশীল রয়েছে এবং শেষপর্যন্ত ফলাফল কী হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে, কিন্তু অর্থনীতির ওপর এর যে প্রভাব পড়তে যাচ্ছে, তা হবে খুবই মারাত্মক।’
‘যুদ্ধ যত বাড়বে, অর্থনীতির ক্ষতি ততো ভয়াবহ হবে।’
রুশ হামলায় ইউক্রেনের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতি মোকাবেলায় দেশটি আইএমএফ এর কাছে ১৪০ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে জরুরি বৈঠকে বসবে আইএমএফ।
বর্তমান মূল্যস্ফীতির পাশাপাশি জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। রাশিয়ার বিরুদ্ধে যেসব অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেগুলোর বড় ধরনের পরিণতি রয়েছে। বিশেষ করে ইউক্রেন ও রাশিয়ার সঙ্গে যেসব দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেসব দেশে বেশি প্রভাব পড়বে।
রাশিয়া বিশ্বের অন্যতম তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ। ইউরোপের অধিকাংশ বাড়িঘর, শিল্পকারখানা রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করছে রাশিয়ার উপর। ফলে তেল, গ্যাসের দাম বৃদ্ধিসহ অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়েছে। যার সবচেয়ে বড় ভুক্তভোগী হবে তৃতীয় বিশ্বের দেশগুলো বলে শঙ্কা বিশ্লেষকদের।