এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরার কথা রয়েছে।’
১৬ সেপ্টেম্বর চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ওখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন।
সংবাদ সম্মেলনে রিপন বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২১ নভেম্বর শনিবার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সযোগে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। তিনি তার চিকিৎসা সম্পন্ন না করেই দেশে ফিরছেন।’
তিনি আরও বলেন, ‘দেশের ক্রান্তিকাল, সঙ্কটকাল বিবেচনা করে সম্পূর্ণ সুস্থ না হয়েই তিনি দেশে ফিরছেন।’
তারেক রহমানের জন্মদিনের কর্মসূচি
২০ নভেম্বর বিএনপির সিনিয়ির ভাইস চেয়ারম্যান তারের রহমানের ৫১তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে আসাদুজ্জামান রিপন বলেন, ‘প্রতি বছর দলের নেতাকর্মীরা তারেক রহমানের জন্মদিন কেক কেটে পালন করেন। এবার তিনি তা করতে নিষেধ করেছেন। কারণ দলের অনেক নেতাকর্মী কারাগারে আটক আছেন।’ তবে শুক্রবার বাদ জুমা নয়াপল্টনে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন রিপন।
পরিষ্কার করা হচ্ছে গুলশান কার্যালয়
খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে গুলশান কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ চলছে। কার্যালয়ের নিরাপত্তা বেষ্টনীতেও লাগানো হচ্ছে রং। কার্যালয়ের এক কর্মকর্তা দ্য রিপোর্টকে জানান, ম্যাডাম (খালেদা জিয়া) দেশে আসছেন। তিনি দীর্ঘদিন কার্যালয়ে আসনেনি। তাই একটু পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। দেয়ালেও রং করা হচ্ছে।