অগ্রসর রিপোর্ট :‘২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল তাতে ওসামা বিন লাদেনের জড়িত থাকার কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, ‘লাদেন যখন যুক্তরাষ্ট্রের কাছে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, সে তখন আফগানিস্তানেই ছিল। কিন্তু লাদেনই যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিল, তালেবান সেই তথ্য মানে না। ’
যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জবিউল্লাহ মুজাহিদ।
তিনি আরও বলেন, ‘অতীতেও তালেবান মানেনি লাদেন এই হামলার ষড়যন্ত্রী। আগামী দিনেও মানবে না। উল্টা তিনি আঙুল তুলেছেন যুক্তরাষ্ট্রের দিকেই। বলেছেন, ‘আফগানিস্তানে যুদ্ধ শুধু একটা অজুহাত ছিল মাত্র। ’
উল্লেখ্য, ৯/১১ হামলার ঘটনায় নড়ে গিয়েছিল বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের ভিত। এই ঘটনা ঘটিয়েছিল সন্ত্রাসীগোষ্ঠী আল কায়েদা। বলা হয়, এই হামলার পেছনের কারিগর ছিলেন ওসামান বিন লাদেন। ওই সময় আফগানিস্তানে ক্ষমতায় ছিল তালেবান।
তালেবান আল কায়েদাকে আশ্রয় দিয়েছে এমন অভিযোগ এনে ৯/১১ ঘটনার পর আফগানিস্তানে হামলা করে যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুত হয় তালেবান।
সূত্র : ডেইলি মেইল।