অগ্রসর রিপোর্ট :তালেবানদের ভয়ে দেশত্যাগী আফগানদের একটি দলকে উগান্ডা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সাময়িকভাবে তাদেরকে সেখানে শরণার্থী হিসেবে রাখা হবে বলে জানিয়েছে উগান্ডা সরকার ও কূটনৈতিক কর্মকর্তারা।
এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আজ সকালে উগান্ডা প্রজাতন্ত্র আফগানিস্তান থেকে আসা ৫১ জনকে গ্রহণ করেছে, যারা বেসরকারি ভাড়া করা বিমানে এনতিব্বি আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল।’
বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে ‘ঝুঁকিতে থাকা’ আফগানদের সাময়িকভাবে উগান্ডা আশ্রয় দিচ্ছে।
১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। এরপর থেকে দেশটি ছাড়তে মরিয়া হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের মিত্রদের সহায়তাকারী আফগানরা