অগ্রসর রিপোর্ট :বিদেশে অধ্যয়নরত ও গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার আবেদনের মেয়াদ আরও ৯ দিন বাড়িয়েছে সরকার।
সোমবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আগামী ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত বিদেশগামী শিক্ষার্থীদের আবেদন সংগ্রহ করবে।
টিকার আবেদনের জন্য বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্রত্ব প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপযুক্ত সময়সীমার মধ্যে টিকার জন্য আবেদন করার অনুরোধ করেছে। বিদেশে অধ্যয়নরত ও গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আবেদন শুরু হয়েছিল ১৩ জুলাই। এরপর দুই দফা সময় বাড়ানো হয়। সর্বশেষ আবেদন গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ১৭ আগস্ট।