অগ্রসর রিপোর্ট :লেবাননে একটি জ্বালানিবাহী ট্যাংক বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৭৯ জন। দেশটির উত্তরাঞ্চলীয় জেলা আক্কারে এই ঘটনা ঘটেছে বলে রবিবার টুইটবার্তায় জানিয়েছে লেবানন রেডক্রস।
রয়টার্সের খবরে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে অনেকেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালগুলোয় ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে প্রায় ২০০ মানুষ ছিল।
বিস্ফোরণের পর ঘটনাস্থলের একটি ছবি টুইটারে প্রকাশ করেছে রেডক্রস। ছবিতে দেখা যায়, দুর্ঘটনার ফলে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে রেডক্রসের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন।
আগে থেকেই অর্থনৈতিক সংকট চলে আসা লেবাননে বৈরুত বিস্ফোরণের পর তা আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। এতে সংকটের মুখে পড়েছে দেশটির হাসপাতালগুলোও। জ্বালানির অভাবে সেগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দীর্ঘদিন দেশটি কার্যত সরকারহীন। নতুন প্রধানমন্ত্রী হিসেবে নাজিব মিকাতি মন্ত্রিসভা গঠনের চেষ্টা চালাচ্ছেন।