অগ্রসর রিপোর্ট :নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আগুনে নিহত আরও ২১ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
এর আগে গত গত ৪ আগস্ট ২৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে ৪৫ জনের মরদেহ হস্তান্তর করা হলো।
গত ৮ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ঘটনার শুরুতের মারা গেছেন তিনজন। বাকি ৪৮ জনের মরদেহ পুড়ে যায়। অগ্নিকাণ্ডে মরদেহগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় মরদেহ ও স্বজন দাবিদারদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ডিএনএ ল্যাবে পাঠানো হয়। পরে
ডিএনএ (ডি-অক্সিরাইবো নিউক্লিক এসিড) প্রোফাইলিং ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় ৪৫ জনের মরদেহ। তবে, তিনজনের পরিচয় শনাক্ত না হওয়ায় সেগুলো ঢামেক মর্গেই থাকবে।