শামীম আখতার নিউ ইয়র্ক প্রতিনিধি:
সকালে ঘুম থেকে উঠেই আকাশে এক সঙ্গে দু’দুটো সূর্য! বলেন কী? এমনটা আবার হয় নাকি? সূর্য তো একটাই। এক এবং অদ্বিতীয়। তবে দ্বিতীয়টা এল কোত্থেকে? অবিশ্বাস্য হলেও সত্যি। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার ঘুম ভাঙল এভাবেই। সত্যিই মিরাকল।
এই ঘটনাকে বলা হয় হানটারস মুন। সূর্যের কক্ষপথ পরিবর্তনের ফলে যদি সূর্যোদয়ের সময় আর চাঁদ অস্ত যাওয়ার সময় এক হয়ে যায়, এবং চাঁদ ও সূর্য ঠিক একে অপরের বিপরীতে থাকে তবেই এমন ঘটনা ঘটে।
অর্থাৎ ঘটনাটা আসলে চাঁদ-সূর্য মুখোমুখি। কিন্ত বিশেষ কোন বা ডিগ্রিতে থাকার কারণে চাঁদ সূর্যকে এত জোরালো ভাবে প্রতিফলিত করে যে মনে হয় আকাশের দু’পাশে যেন দু’টো সূর্য। প্রায় দু’দিন এই অবস্থানে থাকে চাঁদ-সূর্য।