অগ্রসর রিপোর্ট :ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও সেনাদের লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র ও ইরাকের কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে কমপক্ষে ১৪টি রকেট হামলা চালানো হয়। তাতে দুজন আহত হন। সূত্র, আল জাজিরা।
কিন্তু এখনো কেউ এই হামলার দায় স্বীকার করেনি। বিশ্লেষকরা মনে করছেন, ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে।
আইএসআইএল বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে যুক্তরাষ্ট্রের ২৫০০ সৈন্য আছে। এই বছর এখন পর্যন্ত তাদের লক্ষ্য করে ৫০টি হামলা চালানো হয়েছে। গত কিছুদিন ধরে হামলার সংখ্যা বেড়ে গেছে।
গত মাসে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের উপর হামলা করে যুক্তরাষ্ট্র। তাতে চারজন নিহত হয়। এই ঘটনার পর ওই সশস্ত্র গোষ্ঠী প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে।
জোটের মুখপাত্র মার্কিন সেনাবাহিনীর কর্নেল ওয়েনি মারোত্তো বলেছেন, ‘আল আল-আসাদ ঘাঁটিতে রকেট হামলায় দুজন আহত হয়েছেন। প্রতিটি হামলা ইরাকের সার্বভৌমত্বকে খর্ব করে।’