অগ্রসর রিপোর্ট :কঠোর লকডাউনের ৮ম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় এক হাজার ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যায় ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ইফতেখারুজ্জামান বলেন, লকডাউনের ৮ম দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর ৮টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৩১৮ জনকে ১ লাখ ৬০ হাজার ৭৯০ টাকা জরিমানা করেন। এছাড়া ডিএমপি ট্রাফিক কর্তৃক ৯৩৭টি গাড়িকে ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
পুলিশ জানায়, রমনা, লালবাগ, মতিঝিল, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান এলাকা থেকে সরকারি নিদেশ অমান্য করায় তাদের গ্রেপ্তার করা হয়। বিনা কারণে তারা রাস্তায় বের হয়। তা নিশ্চিত হওয়ার পরই এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় পুলিশের টহল, চেকপোস্ট বসানোর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কাজ করছে।
উল্লেখ্য, ১ জুলাই থেকে সরকার বিধিনিষেধ দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে। এ সময় বিনা প্রয়োজনে কাউকে ঘর থেকে বের না হতে বারণ, একই সঙ্গে অকারণে কেউ বের হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়।