অগ্রসর রিপোর্ট :অনিয়ম ও অবৈধ উপায়ে গ্রাহকের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩১ টাকা আত্মসাতের অভিযোগে বাংকো সিকিউরিটিজের চেয়ারম্যান আব্দুল মুহিতসহ পাঁচ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি করেন সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী।
ঢাকাটাইমসকে মামলার বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ বিভাগ।
মামলার অন্য আসামিরা হলেন, বাংকো সিকিউরিটিজের পরিচালক মো. শফিউল আজম, ওয়ালিউল হাসান চৌধুরী, নুরুল ঈশাণ সাদাত, এ মুনিম চৌধুরী ও জামিল আহমেদ চৌধুরী।
গত ১৫ জুন থেকে বাংকো সিকিউরিটিজে বিনিয়োগকারীদের ‘সম্মিলিত গ্রাহক অ্যাকাউন্ট’ থেকে ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা ঘাটতি পাওয়ায় কোম্পানিটির লেনদেন স্থগিত করে দেয় ডিএসই। বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগও করা হয়।
এই ঘটনায় মঙ্গলবার পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সাড়ে ৬৬ কোটি টাকা গরমিলের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান বাংকো সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মুহিতকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। আসামিরা প্রতারণা করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে পরস্পর যোগসাজশে গ্রাহকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা ভোগ দখল করায় তাদের বিরুদ্ধে মামলা করে দুদক।