অগ্রসর রিপোর্ট : বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশই ডেল্টা ধরনের সংক্রমিত। গত দুই মাসে আক্রান্তদের নমুনা পরীক্ষা করে গবেষণায় এ চিত্র পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
গবেষণার এই ফল মঙ্গলবার জানায় প্রতিষ্ঠানটি। এই ডেল্টা ধরনকে শুরুতে ভারতীয় ধরন বলা হতো।
পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে করোনার ধরনটির নতুন নাম দেওয়া হয় ‘ডেল্টা ভেরিয়েন্ট’।
গত বছরের অক্টোবরে ভারতে প্রথম ডেল্টা ধরন শনাক্ত হয়। এ ধরন অতি সংক্রামক। দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ ধরনের কারণেই গত এপ্রিল ও মে মাসে ভারতে করোনা পরিস্থিতি ভয়ংকর রূপ নেয়।