অগ্রসর রিপোর্ট :রাজধানীর ডেমরা এলাকায় চারটি নকল স্টিল রড ও রি-রোলিং স্টিল মিলে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নকল রড উৎপাদন, মজুদ ও বিক্রি করায় অভিযোগে চারটি স্টিল মিলকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে শুক্রবার র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রভাতি স্টিল মিল লিমিটেডকে নগদ ছয় লাখ টাকা, আল আকসা স্টিল মিল লিমিটেডকে নগদ আট লাখ টাকা, মোহাম্মাদী স্টিল মিল লিমিটেডকে আট লাখ এবং ইয়ার আলী স্টিল মিল লিমিটেডকে দুই লাখ টাকা করে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি দল ডেমরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ডেমরা এলাকায় নকল স্টিল রড ও রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল স্টিল রড ও রি-রোলিং স্টিল উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।