অগ্রসর রিপোর্ট :করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী কুরবানীর ঈদে মানুষকে বাড়ি যেতে নিরুৎসাহিত করছে স্বাস্থ্য অধিদফতর।
আজ রবিবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ঘরমুখো মানুষকে নিরুৎসাহিত করছি। এটা গতবারও বলেছি আমরা।
যার যার ঘরে থেকে ঈদ উদযাপন করতে হবে। কুরবানির পশুর হাটের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানারও পরামর্শ দেওয়া হয়েছে। এর সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব হবে।