অগ্রসর রিপোর্ট :চলতি বছরে এপ্রিলের চেয়ে মে মাসে রেমিট্যান্স বেড়েছে। মে মাসে চলতি অর্থবছরে প্রবাসীদের আয় বা রেমিট্যান্স দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করেছে।
মঙ্গলবার (১ জুন) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরে মে মাসে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ১১ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৮ হাজার ৪৫৪ কোটি টাকা।
আগের মাসে অর্থাৎ এপ্রিলে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২০৬ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার বা ১৭ হাজার ৫৭৪ কোটি টাকা। এক মাসের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫ শতাংশ।
চলতি হিসাব বছরের মোট এগার মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ২৮৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত বছর একই সময়ে যা ছিল ১ হাজার ৬৩৭ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৬৪৬ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার বা ৩৯.৪৮ শতাংশ বেশি এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ হারে প্রনোদনা দিচ্ছে সরকার। এতে প্রবাসীরা বৈধ পথে আয় পাঠাতে উৎসাহিত হচ্ছে। তাছাড়া ঈদের আগে বিকাশের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে সরকারি ২ শতাংশের সঙ্গে অতিরিক্ত ১ শতাংশ প্রনোদনা রয়েছে। এসব কারণে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হয়েছেন। যার ফলে চলতি হিসাব বছরে দ্বিতীয় বারের রেমিট্যান্স আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। তাছাড়া ঈদের আগে ও পরে দেশে পরিবার পরিজনের কাছে প্রবাসীরা অর্থ পাঠানোর ফলে রেমিট্যান্সে ইতিবাচক প্রভাব পড়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি হিসাব বছরের জুলাই মাসে রেমিট্যান্স প্রথম রেকর্ড সৃষ্টি করেছিল। সেই মাসে প্রবাসী আয় এসেছিল ২৫৯ কোটি ৮২ লাখ মার্কিন ডলার। আর হিসাব বছরের দ্বিতীয় সর্বোচ্চ ২১৭ কোটি ১১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে মে মাসে।