শামীম আখতার নিউ ইয়র্ক প্রতিনিধি:
সৌদি আরব-আমেরিকার মধ্যে সখ্যতা আরো একধাপ এগল। সৌদি আরবকে সাড়ে ৪৫ কোটি ডলার মূল্যের ব্ল্যাক হক হেলিকপ্টার বিক্রি করতে চলেছে আমেরিকা। বৃহস্পতিবার মার্কিন প্রশাসন হেলিকপ্টার বিক্রি সংক্রান্ত চুক্তিকে অনুমোদন দিল। এর পরেই সরব হয়েছে ওয়াকিবহাল মহল। মনে করা হচ্ছে ইয়ামেনের হাউতি বিদ্রোহীদের উপর সফল হামলা চালানোর পুরস্কার হিসাবেই মার্কিন প্রশাসন এই চুক্তিকে বৈধতা দিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বা ডিএসসিএ জানিয়েছে, সৌদি আরবকে নিরাপত্তা দেয়ার জন্য হেলিকপ্টার বিক্রির এই চুক্তি করা হয়েছে। বিদেশে আমেরিকার অস্ত্র বিক্রির বিষয়টি নজরদারি করে ডিএসসিএ। এই সংস্থা আরও বলেছে, সৌদি আরব নয়টি হেলিকপ্টার কেনার আবেদন করেছিল। ইউএইচ-৬০এম ব্ল্যক হক হেলিকপ্টারের ইঞ্জিন তৈরি করেছে মার্কিন জেনারেল ইলেকট্রিক কোম্পানি এবং এতে জিপিএস ও ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থা বসানো রয়েছে। এ ছাড়াও, এই হেলিকপ্টারে হামলা চালাতে সক্ষম মেশিনগান আছে বলে জানা গেছে।