অগ্রসর রিপোর্ট : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রোববার (২৩ মে) বিকেল সোয়া ৪টার দিকে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ রিপোর্টার রোজিনা ইসলাম মুক্ত হয়েছে।
কারাগার থেকে বেরিয়ে তিনি তার জন্য অপেক্ষমাণ মাইক্রোবাসে উঠে যান। কারা ফটকে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে রোজিনা ইসলাম কোনো কথা বলেননি।
রোজিনা ইসলামকে গত বুধবার (২০ মে) সচিবালয়ের একটি কক্ষে ৫ ঘণ্টারও বেশি সময় আটকে রেখে রাষ্ট্রীয় গোপন নথি চুরি এবং মোবাইলে ছবি তোলার অভিযোগ শাহবাগ থানায় মামলা করে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়। আজ রোববার (২৩ মে) আদালতের মাধ্যমে জামিন পান তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে ৫ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা রাখার শর্তে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ তার জামিনের আদেশ দেন। জামিনের খবর পেয়ে কাশিমপুর কারাগারের সামনে আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদকর্মীরা ভিড় করেন।