শামীম আখতার নিউ ইয়র্ক প্রতিনিধি:
ছয় বিশ্বশক্তির সঙ্গে করা পরমাণু চুক্তি অবশেষে অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। ইরানের গণমাধ্যমগুলো মঙ্গলবার এ খবর জানিয়েছে। এই চুক্তির পক্ষে ১৬১ ভোট ও বিপক্ষে ৫৯ ভোট পড়ে। ১৩ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।
চুক্তি অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে সংবেদনশীল পরমাণু কার্যক্রম বন্ধ করে দেওয়ার বিনিময়ে পশ্চিমা দেশগুলো ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুমোদন দিয়েছে। পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশেই ইরান এই কর্মসূচি পরিচালনা করছে বলে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে। তবে ইরান এই অভিযোগ বার বার নাকচ করে দিয়ে দাবি করছে, পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশেই এই কর্মসূচি পরিচালনা করছিল তারা।