অগ্রসর রিপোর্ট :মার্চের শেষ সপ্তাহে করোনাভাইরাস প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে পটুয়াখালি জেলা প্রশাসন।
বৃহস্পতিবার থেকে আগামী ১৫ দিনের জন্য এই আদেশ বলবৎ থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এজন্য সৈকতে অবস্থানরত সকল পর্যটকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশসহ পর্যটন ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
পর্যটন নিষেধাজ্ঞা পরপরই দীর্ঘ ১৮ কিলোমিটারের এই সমুদ্র সৈকত অনেকটা জনশূন্য হয়ে পড়েছে। জেলা প্রশাসকের দেওয়া এই নিষেধাজ্ঞায় সব ধরণের বিনোদন কেন্দ্র, হোটলে, মোটেল রিসোর্টও অন্তর্ভুক্ত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই এলাকায় কোনো ধরণের পর্যটক প্রবেশ করতে পারবে না।
পর্যটন নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, হঠাৎই করোনার প্রকোপ বেড়ে গেছে। পর্যটন এলাকায় করোনা সংক্রমণের হারও বেশি। যে কারণে আগামী ১৫ দিনের জন্য এই পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল এই আদেশ বলবৎ থাকবে। আর পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের সেবা বন্ধ থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এর আগে গতকাল কক্সবাজারসহ তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সব পর্যটক কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। ১৪ দিনের জন্য এসব পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে এসব জেলার প্রশাসন।