অগ্রসর রিপোর্ট :দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে মেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (জনসংযোগ) অপরেশ কুমার ব্যানার্জি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৩১ মার্চ) বাংলা একাডেমি সাড়ে তিন ঘণ্টা মেলা চালানোর এ সিদ্ধান্ত জানিয়েছে এবং তা কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে এই পরিবর্তন আনা হয়েছে।
এর আগে গত সোমবার (২৯ মার্চ) করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ১৮ দফা নির্দেশনার ভিত্তিতে অমর একুশে বইমেলার সময় এক ঘণ্টা কমানো হয়। ফলে রাত ৮টা পর্যন্ত মেলা চলছিল।
বইমেলা শুরুর দিকে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকত। সরকারি ছুটির দিনে মেলা চলেছে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে পরিবর্তিত সিদ্ধান্তে ছুটির দিনের বিষয়ে কিছু বলা হয়নি।
করোনাকালে এবার একুশের বইমেলা পিছিয়ে ১৮ মার্চ থেকে শুরু হয়, যা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চালানোর সিদ্ধান্ত রয়েছে।