শামীম আখতার নিউ ইয়র্ক প্রতিনিধি:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রণে যোগ দিয়েছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন।
জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী আজ এক প্রধান সমস্যা। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের এই দায় অনেকটা নগরগুলোর। একইসঙ্গে সবুজ পৃথিবী গড়তে, জলবায়ু পরিবর্তন রোধে এক নগরীর অভিজ্ঞতা খুব সহজেই অন্য নগরে প্রয়োগ করা সম্ভব। এজন্য বিভিন্ন নগর নেতাদের অভিজ্ঞতা বিনিময় ও পরস্পরকে জানার কোন বিকল্প নেই। গত ৮ অক্টোবর, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘আওয়ার সিটিজ, আওয়ার ক্লাইমেট’ শীর্ষক এমন একটি মতবিনিময় অুনষ্ঠান শুরু হয়েছে। যেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির আমন্ত্রণে যোগ দিয়েছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন।