অগ্রসর রিপোর্ট :গ্রামীণফোনের কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকদের গোপন তথ্য প্রতারক চক্রের কাছে পাচারের মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৯ এপ্রিল দাখিলের নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালত।
বৃহস্পতিবার (২৫ মার্চ) ওই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করে সময় চেয়ে আবেদন জানান। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আগামী২৯ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।
গত ১৫ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি দায়ের করেন পুলিশ। পুলিশের করা ওই মামলায় উল্লেখ করা হয়, প্রতারক চক্রটির কাছে গ্রামীণফোনের কিছু অসৎ কর্মচারী গ্রাহকদের সিম নিবন্ধনের তথ্য থেকে নানা ধরনের তথ্য দীর্ঘদিন ধরে পাচার করে আসছিল। প্রতারকরা গোপন তথ্য ফাঁস করার ভয় দেখাত সমাজের উঠতি বয়সের ধনাঢ্য ব্যক্তিদের। চক্রটি গ্রাহকদের গোপন তথ্য ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি করতো।
পরে সামাজিক হয়রানি ও মর্যাদাহানির ভয়ে অনেকে প্রতারক চক্রের দাবিকৃত টাকা দিতে বাধ্য হতেন। এভাবে তথ্য দিয়ে ব্ল্যাকমেইলিং করে চক্রটি লাখ লাখ টাকা হাতিয়ে নিত। আর বিটিআরসির নীতিমালা ভেঙে গ্রাহকদের তথ্য পাচারের এই অপরাধের জন্য গ্রামীণফোনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।