অগ্রসর রিপোর্ট : ভ্যাকসিন প্রয়োগে সাত হাজারের বেশি টিম তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনার টিকা প্রয়োগে গঠিত কমিটি সারা দেশে কাজ করে যাচ্ছে। টিকা প্রয়োগ নিয়ে খসড়া তৈরি করা হয়েছে। টিকা প্রয়োগের ক্ষেত্রে ৪২ হাজার ব্যক্তিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ৫৫ থেকে তদূর্ধ্ব ব্যক্তিদের টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তা ছাড়া, বরাবরের মতোই ফ্রন্টলাইনাররা অগ্রাধিকার পাবেন। সংরক্ষণের ক্ষেত্রে জেলা পর্যায়ে ৭ লাখ ডোজ এবং উপজেলা পর্যায়ে ২লাখ ডোজ সংরক্ষণ করা সম্ভব।
টিকাসংশ্লিষ্টদের প্রত্যেককেই প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে এবং হচ্ছে। কোথায়, কখন, কাদের মাধ্যমে দেয়া হবে, তা নির্ধারণ করবে কমিটি। বেসরকারি পর্যায়েও মনিটরিং চলমান।
বিদেশি নাগরিকদের করোনা টিকা দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, বিদেশি নাগরিক যারা রয়েছেন, তাদের টিকা দেয়ার বিষয়টি দেখভাল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।