অগ্রসর রিপোর্ট : রাজধানীবাসীর জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পূর্বানুমতি ব্যতিত কোনো মিছিল সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। পূর্বানুমতি ব্যতীত কেউ এরূপ কার্যকলাপে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন সভা, সমাবেশ ও গণজমায়েতের কর্মসূচির ঘোষণা দিচ্ছে। তাদের কর্মসূচি পালন করতে রাস্তায় নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় যানবাহন ও লোকজনের চলাচলে বিঘ্ন ঘটছে।
তাই পূর্বানুমতি ব্যতীত কেউ এরূপ কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।