অগ্রসর রিপোর্ট :ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার নিজেদের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে। তারা জানিয়েছে, ট্রায়ালে কোনও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এবং এই টিকা বয়স্কদের জন্যও কার্যকর। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এর আগে প্রতিষ্ঠানটি ৯০ শতাংশ কার্যকারিতার ঘোষণা দিয়েছিল। তবে এরপর রাশিয়ার স্পুটনিক দাবি করে তাদের টিকার কার্যকারিতা ৯২ শতাংশ। আর মডার্না ঘোষণা দেয় তাদের টিকা ৯৪.৫ শতাংশ কার্যকর।
বুধবার ফাইজার জানায়, তারা মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে আবেদন করবে। মার্কিন খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়ার জন্য ট্রায়ালে ৫০ শতাংশ সফলতা প্রয়োজন। ফাইজার ও বায়োএন্টেক তাদের ট্রায়াল্ টি বিভিন্ন দেশে ৪৪ হাজার সেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করে। যদিও কতজন অসুস্থ হয়েছে সে সম্পরকে কোন তথ্য পাওয়া যায়নি।
ফাইজারের আশা, কয়েকদিনের মধ্যেই তারা অনুমতি পেয়ে যাবে। তাদের স্বপন্ বাস্তব হতে যাচ্ছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৯৫ কোটি ডলারের চুক্তি করে ফাইজার ও বায়োনটেক। চুক্তি অনুসারে তাদের ১০ কোটি টিকার ডোজ সরবরাহ করার কথা। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা ও জাপানের সঙ্গেও চুক্তি রয়েছে সংস্থাটির।