অগ্রসর রিপোর্ট : নেদারল্যান্ডসের পশ্চিম উপকূলীয় শহর দ্য হেগে অবস্থিত সৌদি আরবের দূতাবাসে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৬টার কিছু সময় আগে এ ঘটনা ঘটে।
ডাচ বার্তা সংস্থা এএনপি জানায়, হামলার পর ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির খোসা পাওয়া গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
সৌদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভায় বোমা হামলার এক দিন পর এ হামলার ঘটনা ঘটল। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে জেদ্দায় এক সমাধিস্থলে ওই সভার আয়োজন করা হয়েছিল। গত বুধবারের হামলায় অন্তত চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবারের ঘটনায় স্থানীয় পুলিশ জানায়, ‘ভোর ছয়টার কিছু আগে আমরা একটি বার্তা পাই। সেখানে বলা হয়, দ্য হেগের একটি ভবনে গুলির ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হননি।’
এক বিবৃতিতে সৌদি দূতাবাস এই হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।