অগ্রসর রিপোর্ট : করোনা মহামারির এই সময়ে প্রফেশনাল পরীক্ষা (ফাইনাল পরীক্ষা) না দেয়াসহ ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১ টার পর থেকে তাদের অবরোধ শুরু হয়েছে। এতে যান চলাচল বন্ধ থাকায় মৎস্য ভবন, সাইন্সল্যাবরেটরি, কাওরানবাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, করোনা মহামারির মাঝে যখন অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে তখন তাদেরও ক্লাস বন্ধ ছিল। কিন্তু হঠাৎ করেই প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এতে তারা বিপাকে পড়েছেন।
শিক্ষার্থীরা আরো বলেন, পরীক্ষায় অবতীর্ণ হবার আগে সবার করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। করোনা পজিটিভ হলে পরীক্ষা দেয়া যাবে না। আবার পরীক্ষা চলাকালীন কারো হাঁচি কাশি থাকলেও পরীক্ষা দেয়া যাবে না।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল কলেজের একজন আন্দোলনরত শিক্ষার্থী বলেন, ডিসেম্বরের মাঝামাঝি আমাদের পরীক্ষা শুরু হবে। এতে আমাদেরে জীবনের ঝুঁকি রয়েছে। আমরা প্রায় ১ মাস ধরে এসব নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেছি কিন্তু কোন সমাধান হয়নি। তাই আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছি৷
বাংলাদেশ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী বলেন, যদি কারো করোনা পজিটিভ আসে তাহলে সে পরীক্ষা দিতে পারবে না। এ অবস্থায় নিজের কোন দোষ না থাকা সত্ত্বেও জীবন থেকে মুল্যবান সময় ঝরে যাবে। অন্যদের থেকে পিছিয়ে পড়ায় মানষিক চাপ তৈরি হবে। তাই এই অবস্থায় পরীক্ষা না নিয়ে অনলাইন বা অন্য কোন বিকল্প উপায়ে আমাদের মুল্যয়ন করতে হবে।
দুপুর ১২.৩০ পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও মেডিকেল শিক্ষার নীতিনির্ধারক পর্যায়ের কাউকে দেখা যায়নি।