অগ্রসর রিপোর্ট : করোনার কারণে কয়েক মাস বন্ধ থাকার পর বাংলাদেশিদের ফের বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা দেয়া শুরু করেছে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালিসহ বিভিন্ন দেশ।
করোনার কারণে আট মাস বন্ধ থাকার পর আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারো শুরু হচ্ছে ফ্লাইট চলাচল। ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানা গেছে। আর দেশটির ভিসার অনলাইন পোর্টালে জানানো হয়েছে, আপাতত ভিজিট (ভ্রমণ) ভিসা দেয়া হচ্ছে না। এখন মেডিকেল, ব্যবসা, চাকরি, সাংবাদিক, কূটনীতিক, অফিশিয়াল ও আন-অফিশিয়াল ক্যাটাগরিতে ভারতে যাওয়া যাবে। তবে পর্যটকসহ (ভিজিট) অন্যান্য ক্যাটাগরিতে ভিসা চালু করার কথা ভাবছে দেশটি। একই সঙ্গে যাতায়াতের জন্য দেশটির স্থলবন্দরগুলো শিগগিরই খুলে দেয়ার চিন্তাভাবনা চলছে।
এদিকে পর্যটন, ব্যবসা ও মেডিকেল ভিসাসহ বিভিন্ন নন-ইমিগ্র্যান্ট ভিসা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের ভিসা সেন্টার। দেশটির ভিসা বিষয়ক পোর্টাল বিডি ডট ইউএস এম্বাসি বলছে, বি-১ ও বি-২ ভিসার আবেদন নেয়া শুরু করেছে তারা। এ ছাড়া বি১/বি২ (পর্যটন, ব্যবসা এবং মেডিকেল) ভিসাসহ ইতিপূর্বে ঘোষিত সি, সি১/ডি, এফ, জে, এম, ও, এবং কিউ শ্রেণিভুক্ত নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।
আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা নতুন করে ভিসার আবেদন করতে পারবেন। এদিকে বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (ভ্যাক) বর্তমানে টাইয়ার-৪ স্টুডেন্ট ভিসাসহ সব বিভাগের ভিসা আবেদনের জন্য উন্মুক্ত রয়েছে।
এদিকে বাংলাদেশিদের জন্য ইতালি প্রবেশে চলমান নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ইতালি সরকার। তবে এখনই সব ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে না। শুধু যাদের দীর্ঘমেয়াদি পারমিট কার্ড আছে, তারাই পাচ্ছেন ভিসা।
থাইল্যান্ডে কিছু ক্যাটাগরিতে বাংলাদেশিরা এখন যেতে পারছেন বলে জানিয়েছেন থাই দূতাবাসের ভিসা প্রসেসিং অফিসার সাইদুর রহমান। তিনি বলেন, থাইল্যান্ডে অধ্যয়নরত শিক্ষার্থী, যারা ছুটিতে এসে আটকা পড়েছেন, তাদের ভিসা দেয়া হচ্ছে। পর্যটন, চিকিৎসাসহ বেশির ভাগ ক্যাটাগরিতে এখনো ভিসা দেয়া হচ্ছে না। বাংলাদেশের সঙ্গে এখনো ফ্লাইট শুরু হয়নি। কিছু চার্টার্ড ফ্লাইট চালু আছে।