অগ্রসর রিপোর্ট : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, করোনার প্রভাবে কাজের অভাবে কেউ না খেয়ে থাকবে না।
করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসাবে আজ শনিবার রাজধানীর মিরপুরের বিভিন্ন ওয়ার্ডে নিম্ন আয়ের শ্রমজীবী ও গরীব পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য-সুরক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
এ সময়ে প্রতিমন্ত্রীর প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১টি সাবান ও ১টি হ্যান্ড স্যানিটাইজার উপকরণ বিতরণ করেন।
করোনা নিয়ন্ত্রণে জনসচেতনতার কোন বিকল্প নেই উল্লেখ করে কামাল মজুমদার বলেন, মানুস যাতে না খেয়ে থাকে সে জন্য সরকারের পক্ষ হতে নিম্ন আয়ের মানুষ, শ্যমজীবী ও দিনমজুরদের জন্য খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।
মিরপুরের ৪ নং ওয়ার্ডের ১৩ নম্বর সেকশনের বি ও সি ব্লক, ১৪ নম্বর সেকশনের ডি ব্লক ও ১৫ নম্বর সেকশনের ডি ব্লক, কাজীপাড়া, সেনপাড়া ও শেওড়াপাড়ার প্রায় ১ হাজার কর্মহীন দিনমজুর ও গরীব অসহায়দের মাঝে এসকল উপকরণ বিতরণ করা হয়।