অগ্রসর রিপোর্ট : সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজিলাতুন্নেসা বাপ্পী আর নেই।
চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৪৯ বছর। ফজিলাতুন্নেসা বাপ্পী শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন।
আইসিইউ-এর চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক বাপ্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গুরুতর অসুস্থ হলে ফজিলাতুন্নেসা বাপ্পীকে বঙ্গবন্ধু মেডিকেলের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শ্বাসকষ্টের জন্য তাকে ভ্যানটিলেশন দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান তিনি।
তাকে কখন ও কোথায় দাফন করা হবে তা এখনো যানা যায়নি। পরিবারের পক্ষ থেকে পরে বিষয়টি জানানো হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ফজিলাতুন্নেসা বাপ্পী সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্বেও ছিলেন। নবম ও দশম সংসদে তিনি আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুব মহিলা লীগের নেত্রী।