অগ্রসর রিপোর্ট : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছে। দেশটিতে সহিংস বিক্ষোভে অন্তত সাতজন নিহত হওয়ায় রুদ্ধদ্বার বৈঠকের পর এ আহ্বান জানানো হয়।
নিরক্ষীয় গিনির রাষ্ট্রদূত এন্টোনিও এনডোং এমবা বলেন, ‘সর্বসম্মত এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ হাইতির সকল নাগরিকের নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে।’
চলতি মাসে তিনি নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
১০ দিনের বেশি সময় ধরে সরকারবিরোধী বিক্ষোভে হাইতি উত্তাল হয়ে আছে। যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি হাইতির বিক্ষোভের ব্যাপারে জরুরি বৈঠকের আহ্বান জানায়।
দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১ হাজার পুলিশ রয়েছে।