বরিশাল প্রতিনিধি- দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলায় বরিশাল ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ নুরুল আনোয়ার এবং প্রাক্তন জিএস আবু জাফর বাদলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। নুরুল আনোয়ারকে চার বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের দণ্ড এবং জিএস আবু জাফর সিকদার বাদলকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সাজা দেয়া হয়েছে।
গতকাল দুপুরে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০২ সালে ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ ভবন সংস্কারের জন্য ২ লাখ টাকা উত্তোলন করে কলেজ কর্তৃপক্ষ। সংস্কার কাজে মাত্র ১২ হাজার টাকা ব্যয় করে বাকি ১ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করেন অধ্যক্ষ নুরুল আনোয়ার ও জিএস আবু জাফর সিকদার বাদল।